Birbhum

Mar 24 2023, 10:33

*বীরভূমের পাথরচাপড়িতে শুক্রবার মেলার শুভ উদ্বোধন হবে সরকারি উদ্যোগে*


বীরভূম:- আজ ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলা-২০২৩ “। দুপুর দুটোয় রয়েছে সরকারি ভাবে উদ্বোধনী অনুষ্ঠান।উল্লেখ্য করোনা আবহে বছর দুয়েক তেমনভাবে মেলা হয়নি। এবার সরকারি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনের মেলা।

সম্প্রীতির এই মিলনমেলায় মিলিত হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ। বীরভূমের সিউড়ি-রাজনগর রাস্তার উপর “পাথরচাপুড়ি গ্রাম”। আর এখানেই বিরাজমান হজরত “দাতা মেহবুব শাহ ওয়ালীর মাজার শরীফ”। সাধারণ মানুষের কাছে তিনি “দাতাবাবা” নামেই সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন একজন সুফি সাধক। আজ থেকে ১৩১ বছর পূর্বে ১২৯৮ বঙ্গাব্দের ৯ চৈত্র এই সুফি সাধক দেহত্যাগ করেন।
ওই দিনটিকে স্মরণীয় করতে তাঁর তিরোধান দিবস উপলক্ষে এবং মাজার শরীফ ঘিরে অনুষ্ঠিত হয় মেলা”। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে ছুটে এসেছেন দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থীরা।

Birbhum

Mar 23 2023, 19:38

*দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির এবার বীরভূমে*


সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামীন মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে ঘোষিত হয়েছে দুয়ারে ডাক্তার প্রকল্প।উল্লেখ্য ইতিপূর্বে দুয়ারে রেশন, দুয়ারে সরকার কর্মসূচি চালু করে রাজ্য সরকার।এটি ও একটি রাজ্য সরকারের সামাজিক প্রয়াশ বলে অনুরূপ আজ বৃহস্পতিবার বীরভূম জেলার  রামপুরহাট এক নম্বর ব্লকের মাশরা গ্রাম পঞ্চায়েতের নিরীষা গ্রামের প্রাইমারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়।


শিবিরে চক্ষু রোগ, শিশুরোগ, ই সি জি,চর্মরোগ,অর্থ,কফ পরীক্ষা, প্রেসার,সুগার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেন  রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা।

Birbhum

Mar 22 2023, 16:27

*আগত রমজান মাস উপলক্ষে রক্তদান শিবির, ইসলামপুরে*


বীরভূম:- দিন কয়েক পরেই শুরু হবে মাহে রমজান।এবার রমজান মাস শুরু হোক রক্তদান শিবিরের মাধ্যমে, এই অঙ্গীকার নিয়ে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুবরাজপুর শহরের ইসলামপুর থ্রী স্টার ক্লাবের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় ক্লাব অঙ্গনে।

মহিলা ও পুরুষ মিলে শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে আগত স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা থ্রী স্টার ক্লাবের সভাপতি মির্জা সৌকত আলী, কোষাধ্যক্ষ সেখ হান্নান সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, জেলার হাসপাতাল গুলোতে রক্তের সঙ্কট মোচন তথা গ্রীষ্মকালে রক্ত সংকট দূরীকরণে এক প্রয়াশ বলে উদ্যোক্তাদের মধ্যে জানা যায়।

Birbhum

Mar 22 2023, 14:14

*বিশ্ব জলদিবস পালন, বীরভূমের খয়রাশোলে*


বীরভূম:- আজ ২২শে মার্চ, বিশ্ব জল দিবস। সমগ্র পৃথিবী জুড়ে জলের গুরুত্বের কথা প্রচার করা, জল অপচয় রোধ, জল সংরক্ষণ, জলের সঠিক ব্যবহার এবং জল বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে United Nations-র উদ্যোগে প্রতি বছর এই দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়। ২০২৩ সালের বিশ্ব জল দিবসের মূল ভাবনা হল -" জল ও স্বাস্থ্যবিধান সমস্যার সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করা"।
  

  বিশ্ব জল দিবসের বিশেষ দিনে পৃথিবীব্যাপী জল সংকটের মুহূর্তে এলাকায় জল সচেতনতা বৃদ্ধির জন্য আজ JJM বীরভূম ISA টিমের উদ্যোগে কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জলের অপচয় রোধ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ও ধূসর জলের পুনর্ব্যবহার, ভৌম জলের স্তর বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে একটি পদযাত্রা বের হয়। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে জল বিষয়ক কবিতা, স্লোগান লেখা এবং  ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের SMC-র সভাপতি উত্তম গায়েন, ISA টিমের BPM সেখ আব্বাসউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দগড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ আচার্য্য ও অন্যান্য শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Birbhum

Mar 21 2023, 19:58

দুর্নীতি,সন্ত্রাস, লুঠ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসাধারণের কমিটির ডেপুটেশন,খয়রাশোলে


বীরভূম:- বীরভূম জেলা খয়রাশোল ব্লক জনসাধারণের সংগ্রাম কমিটির তরফ থেকে একশো দিনের কাজ,ব্লক এলাকায় অবস্থিত গঙ্গারামচক ও বড়জোড়া কয়লা খনিতে স্থানীয় বেকারদের কাজ,সন্ত্রাসমুক্ত সমাজ সহ নানান দাবি নিয়ে মঙ্গলবার খয়রাশোল বিডিও কে ডেপুটেশন প্রদান করা হয়।এদিন গোষ্ঠডাঙ্গা থেকে মিছিল সহকারে ব্লক অফিস চত্বরে এসে জমায়েত হয় এবং আজকের ডেপুটেশনের মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন জনসাধারণের কমিটির পক্ষে সেখ বাবু, সেখ নাসিম,জুবের খান,প্রশান্ত ঘোষ,নারায়ণ বাউরি প্রমুখ নেতৃত্ব।

পরবর্তীতে জনসাধারনের সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।সংগঠনের বক্তব্য দূর্নীতি,লুঠ,সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও গনতান্ত্রিক অধিকার পুন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন। খয়রাশোল বিডি ও জানান জনসাধারণের সংগ্রাম কমিটি যে দাবিগুলি জানালো আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে সেগুলো পাঠিয়ে দেবো।

Birbhum

Mar 21 2023, 19:51

বগটুই কাণ্ডের বছর পূর্তিতে রাজনৈতিক দলের পক্ষে স্মরণ


বীরভূম:- আজ ২১ শে মার্চ গতবছর এদিনেই জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামে ঘটে বীভৎস হত্যালীলা।স্বজনহারাদের নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনীতি, হত্যালীলার বর্ষ পূর্তিতে স্মরণ অনুষ্ঠান ঘিরে।মৃতের পরিবারের সদস্যদের নিজেদের দলে টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই শিবিরই। দুই দলের তরফেই পৃথক পৃথক ভাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।

২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছে ওই রাতের স্মৃতি আজও দগদগে ঘায়ের মত।সেদিন আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তারপর পেরিয়েছে একবছর। আজ অর্থাৎ মঙ্গলবার বগটুইকাণ্ডের বছর পূর্তিতেও রাজনীতির রং। জানা গিয়েছে, স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির দেওয়ালে শহিদ বেদি তৈরি করা হয়েছে বিজেপির তরফে। ঠিক তার উলটো দিকে শহিদ বেদি তৈরি করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল ১১ টায় স্বজনহারা শেখলাল এর বাড়িতে যান বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে এদিন আরেক স্বজনহারা মিহিলাল শেখ যান পাথরচাপড়িতে হজরত দাতা মহবুব শাহ ওলীর মাজার শরীফে যান এবং চাদর চড়ান।সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। সেখান থেকেই বিজেপি নেতা দাবি করেন, মিহিলাল তাঁদের সঙ্গে রয়েছেন।

বিকেলে বিজেপির শহীদ তপর্নে মিহিলাল থাকবে বলেও জানান তিনি। এদিকে মিহিলালের কথায়, “আমি রাজনীতি করতে আসিনি। একবছর আগে আমার মা-স্ত্রী-কন্যা মারা গিয়েছে। তাঁদেক জন্য প্রার্থনা করতে এসেছি।” এর পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে উষ্মাও প্রকাশ করেন তিনি। বলেন, গত একবছরে তৃণমূল আমাদের কোনওরকম সহযোগিতা করেনি।

Birbhum

Mar 21 2023, 12:17

*২১ শে মার্চ বীরভূমের বগটুই গণহত্যার বছরপূর্তি,শহিদবেদী তৈরি নিয়ে প্রতিযোগিতা বিজেপি-তৃণমূলের*


বীরভূম:- ২১ শে মার্চ মঙ্গলবার বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গণহত্যা কাণ্ডের  বছরপূর্তি।ইতিমধ্যে যাকে ঘিরে শুরু হয়েছে দলীয় রাজনৈতিক প্রতিযোগিতা।শহিদবেদী নির্মাণ নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহীদদের স্মরণে মঙ্গলবার বিকেলে বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে আগেই বগটুই গ্রামে  মিহিলাল শেখের বাড়ির সামনে শহিদবেদি তৈরি করা হয়েছে।এদিকে ১৯ মার্চ বিকেল থেকে পাশাপাশি অন্যপ্রান্তে আরও একটি শহিদবেদী নির্মাণের কাজ শুরু করে তৃণমূল।

বিজেপির তৈরি শহিদবেদী নির্মাণের বিষয়টি মিহিলাল স্বীকার করলেও, তৃণমূলের হঠাৎ শহিদবেদী তৈরী করা নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি জানান, “এতদিনে কেন মনে পড়ল তৃণমূলের?” যদিও তিনি আর কোনো রাজনৈতিক দলে নেই বলে স্বীকার করেন।


উল্লেখ্য,”গত বছর ২১ মার্চ রাত ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন  রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু সেখ। নিমেষেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা প্রতিশোধ নিতে বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোট ১০ জন। সেই ঘটনার বছর পূর্তিতে শহীদ স্মরণে বীরভূমের বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নামাঙ্কিত শহিদবেদীতে মাল্যদান করবেন তিনি।


তবে তৃণমূলের নির্মিত শহীদবেদীতে মাল্যদান করতে কোনো নেতা আসবেন কি-না তা জানা যায়নি। এদিকে শহীদবেদী নির্মাণ না করলেও ২১ মার্চ বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে একটি মৌন মিছিল এলাকা পরিক্রমা করবে বলে আগেই জানিয়েছেন সিপিআইএমের জেলা নেতা সঞ্জীব বর্মন। সেই মৌনমিছিলে যোগ দেবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ জেলা নেতৃত্ব।

Birbhum

Mar 20 2023, 16:24

*দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক,দুবরাজপুর এলাকায়*


বীরভূম:- একেবারে দোড় গোড়ায় পঞ্চায়েত নির্বাচন কড়া নাড়ছে। সেটাকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতা সকলেই মানুষের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ এবং তাঁদের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এমন অভাব অভিযোগের কথা শুনছেন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে তাঁদেরকে মানুষের দুয়ারে পাঠাচ্ছেন।অনুরূপ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সাহাপুর গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। আবাস যোজনা পাইনি, আবার কেউ কেউ গ্রামের রাস্তার সমস্যা নিয়ে ও সরব হলেন বিধায়কের কাছে।

সাহাপুর গ্রামের বাসিন্দা তরুণ কৈবর্ত্য জানান, আমার মাটির বাড়ি খড়ের ছাউনি, বর্ষার সময় বাড়ির ভেতরে জল পড়ে,বসবাস করা খুব দুস্কর হয়ে পড়ে। বিগত পনেরো বছর ধরে সরকারের কাছে থেকে সাহায্য পাইনি। বহুবার পঞ্চায়েতে গিয়েছি,এমনকী ব্লকে গিয়ে ও নিরাশা হতে হয়েছে। অন্যদিকে সাহাপুর গ্রামে রাস্তার দাবিতে সেখ হেদায়াতুল্লাহ সহ একাধিক গ্রামবাসী বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ যাওয়ার রাস্তাটি নর্দমায় ভর্ত্তি।

এনিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার আবেদন করা হলেও কোনো সুরাহা হইনি। বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আগে রাস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের রাস্তায় গরুর গাড়ি গিয়ে গিয়ে ঐ রাস্তা খারাপ হয়ে গিয়েছে। তবে আমরা স্থানীয় ব্লক প্রশাসনকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।

Birbhum

Mar 20 2023, 16:22

*দুবরাজপুর পৌরসভায়,মা ক্যান্টিনে ভিক্ষুকদের অন্ন সেবার ব্যবস্থা*


বীরভূম:- ভিক্ষুকরা বাড়ি বাড়ি বা দোকান বাজার ঘুরে ভিক্ষেবৃত্তি করে সংগৃহীত অর্থে জীবন যাপন করেন।এক্ষেত্রে সাধারণত চাল বা টাকা আদায় হয়, তবে সময় ক্ষেত্রে দুপুরের আহারও জোটে কারো দয়ায়। বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ একটি দিন শুধু দুবরাজপুর বাজারে আসা দূর দূরান্তের প্রায় দুই শতাধিক ভিক্ষুককে মা ক্যান্টিনে অন্ন সেবা করানোর ব্যবস্থা হয়। মেনুতে ছিল পোলাও, মিক্সভেজ, আলুর দম, মিষ্টি এবং দই।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় বিগত দু'বছর ধরে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন গরীব ও দুঃস্থ মানুষদের ভাত, ডাল, সব্জি ও একটি করে ডিম দেওয়া হয়। কিন্তু ভিক্ষুকদের জন্য বিনা পয়সায় অন্ন সেবা করানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুণ্ডু, সুভাষ মেটে, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে।

এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমাদের এখানে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন শতাধিক মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। কিন্তু আজ বিশেষ করে দুবরাজপুরের পথ চলতি ভিক্ষুকদের সমবেত করে তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।আগের সপ্তাহে প্রত্যেক ভিক্ষুককে এই দিনে খাবারের আমন্ত্রন জানানো হয়েছিল। আগামী দিনে ঐ সমস্ত ভিক্ষুকদের হাতে বস্ত্রও তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Birbhum

Mar 19 2023, 19:42

প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত স্পোর্টস ফেস্টিভ্যাল- ২০২৩,বীরভূমে


বীরভুম :- পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের প্রতিবন্ধীদের নিয়ে স্পোর্টস ফেস্টিভাল- ২০২৩ নামক কর্মসূচির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । বীরভূমের নলহাটি শহরের হরিপ্রসাদ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে রবিবার জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে প্রায় ২০০ জন প্রতিবন্ধী খেলায় অংশগ্রহণ করে। প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দৌড়, লৌহবল নিক্ষেপ, দীর্ঘ লম্পন, মিউজিকাল চেয়ার, হুইলচেয়ার ইত্যাদি ইভেন্টের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা সেখ ও সভাপতি নুরুল ইসলাম, কয়থা উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা বিষয়ক শিক্ষক স্বপন লেট, নলহাটি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক করুনা সিন্ধু মন্ডল, আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিদাস সহ বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলাশেষে অংশগ্রহণকারীদের মধ্যে ফুল, মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উল্লেখ্য আগামী ১০ই জুলাই ২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে দিল্লি চলো কর্মসূচি অভিযান রয়েছে।এদিন সে বিষয়ে ও প্রচার অভিযান চালানো হয়।

প্রতিবন্ধীদের জন্য ২০১৬ সালের সরকারি যে আইন, সেই আইন লাগু করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। আজকের অনুষ্ঠান সহ দিল্লি চলো বিষয়ক কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক বদরুদ্দোজা সেখ।